কলকাতা: দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া। আগামী রবিবার ভারতের মুখোমুখি হবে তাঁরা।
এদিন ইডেনের মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২১২ রান করে তাঁরা। অস্ট্রেলিয়ার বোলিং আঘাতে মাত্র ২৪ রানেই ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও মিলার সেঞ্চুরি করেছেন। ১১৬ বলে ১০১ রান করেন ডেভিড।
অন্যদিকে, অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে প্রোটিয়াদের দেওয়া রানের টার্গেট পূরণ করে ফেলে। হেড ২টি ছক্কা এবং ৯টি চার মেরে ৪৮ বলে ৬২ রান করেন। আগামী রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামছে অস্ট্রেলিয়া। কাপ দখল করবে কারা? উত্তর জানা যাবে আর দুদিনের মধ্যেই। ভারত যেহেতু কোনও ম্যাচেই হারেনি, তাই কাপ জয়ের ব্যাপারেও যথেষ্ট আশাবাদী।