ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হল। রোড শো চলাকালীন আচমকা মোদীর কনভয়ের সামনে ঝাঁপিয়ে পড়লেন এক মহিলা। কিছুক্ষণের জন্য থেমে গেল মোদীর যাত্রা। মহিলা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তাই এই পদক্ষেপ।
রাঁচিতে এই ঘটনার সঙ্গে সঙ্গে ওই মহিলাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, ওই মহিলাকে নিরাপত্তা আধিকারিকরা হেপাজতে নিয়েছে। ঝাড়খণ্ডে দু’দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরসা মুণ্ডা জয়ন্তীর অনুষ্ঠান সেরে ফেরার সময় ঘটনাটি ঘটে।

