১৪ ঘণ্টায় ৮০০ বার কেঁপে উঠল মাটি! পরপর ভূমিকম্পে ভয়ানক আতঙ্ক আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম এলাকায়। জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।
খবরে জানা যাচ্ছে, আইসল্যান্ডের রেকজেন্স পেনিনসুলায় পরপর ভূমিকম্প হয়ে চলেছে। প্রশাসনের তরফে সকলকে সতর্ক করে বলা হয়েছে, ভূমিকম্প আরও তীব্র হতে পারে। আর এর ফলে অগ্ন্যুৎপাতও হতে পারে।
শুক্রবার ওই এলাকা পরপর ভূমিকম্পে কেঁপে ওঠে। সেখানে কয়েক হাজার মানুষ বাস করেন। এদিন, সেখানে মাটি কাঁপতে থাকলে বহু মানুষ বেরিয়ে আসেন বাড়ির বাইরে। তারপরই জরুরি অবস্থা জারি করা হয়। সব কম্পন ভীষণ তীব্র না হলেও কয়েকটি কম্পন ছিল বেশ শক্তিশালী। সর্বোচ্চ কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.২।
গেল মাস থেকেই সেদেশে ঘনঘন ভূমিকম্প হয়ে চলেছে। কিন্তু কেন এতবার কাপছে দেশটির মাটি? মনে করা হচ্ছে, সেখানে খুব তাড়াতাড়ি ভয়াবহ অগ্ন্যুৎপাত হতে পারে। রেকজেন্স মালভূমির কয়েক কিমি নিচেই বিপুল পরিমাণে লাভা জমে থাকার হদিস পেয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, আইসল্যান্ডে সব মিলিয়ে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। যা ইউরোপে সর্বোচ্চ।