কেরালা প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছে রাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাকাডেমির দুই কৃতি ফুটবলার রুপম রায় এবং বাচ্চু দাস। কেরালা প্রিমিয়ার লিগে পারাপ-পুর এফসি দলের হয়ে মাঠে নামবেন দু’জনে। আগামী ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে কেরালা প্রিমিয়ার লিগ। উত্তরবঙ্গ থেকে এই দু’জনই সেখানে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে ইস্ট বেঙ্গলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তাঁরা। সেসময় অবশ্য রিসার্ভ টিমে ছিলেন। এবারে কেরালা প্রিমিয়ার লিগে খেলতে কেরালার মাঠে নামতে চলেছেন। সোমবার সেই উদ্দেশে রওনা হয়েছেন দু’জনে। তার আগে এদিন রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকাডেমির তরফে তাঁদের শুভেচ্ছা জানানো হল।

