রবিবাসরীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩২৬ রান করল ভারত। নিজের ৩৫তম জন্মদিনে শতরান উপহার দিলেন কোহলি।
ইডেনের ম্যাচে ৪৯তম শতরান করে শচিনকে ছুঁলেন বিরাট। ১০টি চারের সাহায্যে ১২১ বলে ১০১ রান করে কোহলি অপরাজিত থাকলেন।
কলকাতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ ঘিরে টান টান উত্তেজনা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ইউকেট হারিয়ে ৩২৬ রান করল ভারতীয় ক্রিকেট দল।
Greatness meets greatness 🤝
No. 49 for King Kohli 👑#CWC23 #INDvSA pic.twitter.com/rA65nkMGXx
— ICC (@ICC) November 5, 2023