বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। চোট বড় তাই এবারের বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় ভারতীয় দলে যোগ দেবেন প্রসিদ্ধ কৃষ্ণ। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা।
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন হার্দিক। মনে করা হচ্ছিল সেমিফাইনালে ফিরতে পারেন হার্দিক। কিন্তু শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানাল, চোটের কারণে হার্দিক এবারের বিশ্বকাপে আর খেলতে পারবে না। সেই জায়গায় দলে নেওয়া হবে প্রসিদ্ধকে।
প্রসিদ্ধ ভারতের হয়ে ১৭টি এক দিনের ম্যাচ খেলেছেন। ২৯টি উইকেট কেড়েছেন এপর্যন্ত। শেষ বার ভারতের হয়ে এক দিনের ক্রিকেট খেলেছিলেন বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনিও দীর্ঘ দিন চোটের কারণে খেলতে পারছিলেন না। চোট সারিয়ে কিছু দিন আগেই মাঠে ফিরেছেন প্রসিদ্ধ। এবার হার্দিকের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেয়ে গেলেন প্রসিদ্ধ।