শুক্রবার গভীর রাতে নেপালে ৬.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মাটি। গুঁড়িয়ে গেল বহু ঘরবাড়ি। মৃত কমপক্ষে ১২৮ জন। আহত পাঁচ শতাধিক।
নেপালে শক্তিশালী ভূমিকম্পের রেশ দিল্লি পর্যন্ত অনুভূত হয়েছিল। এই কম্পনের কেন্দ্রস্থল জাজারকোটে। সেখানেই সব থেকে বেশি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জাজারকোটে এখনো পর্যন্ত ৩৪ জন ও রুকুমে ৩৬ জনের মারা যাওয়ার খবর এসেছে। শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ভূমিকম্প হয়। উৎসস্থল ছিল ১০ কিমি গভীরে। নেপাল সেনাবাহিনী এবং নেপাল পুলিশ সদস্যরা বর্তমানে উদ্ধার ও ত্রাণ তৎপরতার কাজ চালাচ্ছেন। ঘটনায় শোক ব্যক্ত করে সাহায্যের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।