পুলিশের উদ্যোগে গাড়ির চালকদের বিনামূল্যে চোখ পরীক্ষা

গাড়ির চালকদের চোখ পরীক্ষা করাল পুলিশ। শুক্রবার রাজগঞ্জের ফাটাপুকুর টোল গেট সংলগ্ন ট্রাফিক বুথে পুলিশের উদ্যোগে বিনামূল্যে গাড়ির ড্রাইভারদের চোখ পরীক্ষা করানো হল। প্রয়োজন অনুযায়ী তাঁদের কয়েকজনকে বিনামূল্যে চশমাও দেওয়া হল।

রাজগঞ্জ থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এদিন একটি আই চেকআপ ক্যাম্প আয়োজিত হল ফাটাপুকুর টোল গেটে। সেখানে গাড়ির চালকদের পাশাপাশি, সিভিক ভলান্টিয়ার এবং স্থানীয় মানুষদেরও চোখ দেখে দিলেন স্বাস্থ্যকর্মীরা। এদিনের শিবিরে হাজির হন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার। তিনি নিজের হাতে কয়েকজনের চোখে চশমা পরিয়ে দেন। উপস্থিত ছিলেন রাজগঞ্জ ট্রাফিক পুলিশের ওসি বাপ্পা সাহা। তিনি বলেন, গাড়ির চালক এবং সিভিক ভলান্টিয়ার মিলিয়ে অন্তত ১০০ জনের বেশি মানুষ চোখ দেখিয়েছেন। চশমা নিয়েছেন ৫০-এর বেশি। এদিন সকাল ১০টা থেকে বেলা দু’টা অবধি চলে এই অনুষ্ঠান।

About The Author