১৪ রানেই ৬ ইউকেট পড়ে গেল শ্রীলঙ্কার। এদিন শুরুটাই ইউকেট দিয়ে হয়েছে তাঁদের। শুন্য রানে আউট হলেন নিশাঙ্ক, করুনারত্ন, সমরবিক্রম। করুনারত্ন, সমরবিক্রম এবং মেন্ডিসকে আউট করেছেন সিরাজ। হেমন্ত এবং আশালঙ্ককে আউট করেছেন শামি। কেউ শুন্য, কেউ এক। আর এভাবেই মাত্র ১৪ রান হতে না হতেই ৬-৬ টি উইকেট পড়ে গেল শ্রীলঙ্কার। এদিকে, ভারত ৪৮ ওভারে ৩৩৯ রান করেছে। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা ছ’টি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয় পেয়েছে। আজকের ম্যাচও ফলপ্রসু হবে না বলে মনে করা হচ্ছে।
