‘প্রমান‌ করে‌ছি‌ আমি নির্দোষ’, শর্তসাপেক্ষে জামিন পেলেন সৈকত

জলপাইগুড়ি: জামিন পেয়ে গেলেন সৈকত চ্যাটার্জি‌। জলপাইগুড়িতে দম্পতির মৃত্যুর ঘটনায় যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি‌কে ১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার ফের আদালতে তোলা হয়েছিল। সেখানে ২০ হাজার টাকার বন্ড ও তদন্তে সহযোগিতা কর‍তে হবে, এই শর্তে সৈকতের জামিন মঞ্জুর করল সিজেএম আদালত। সৈকত জানালেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি, আইনের‌ মন্দিরে প্রমান‌ করে‌ছি‌ আমি নির্দোষ। আরও কি জানালেন তিনি, শুনব

About The Author