জলপথে শক্তি বাড়ল ভারতের, রণতরী থেকে ব্রহ্মস মিসাইলের উৎক্ষেপণ

এবার জলপথে আরও শক্তিশালী হল ভারত। চিনকে চিন্তায় ফেলে যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারতীয় নৌবাহিনী। বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ থেকে ছোড়া হল এই মিসাইল। ফলে জলপথে শক্তি বাড়ল ভারতের।

বুধবার নৌবাহিনীর ডেস্ট্রয়ার শ্রেণির রণতরী থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে পেরেছে। রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইল শব্দের থেকেও প্রায় তিনগুণ দ্রুতগতিতে উড়ে যেতে পারে। প্রতি সেকেন্ডে এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ১৯৯৮ সালে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে ‘ব্রহ্মস এরোস্পেস’ তৈরি হয়। ব্রহ্মপুত্র ও মস্কো নদীর নামে নামকরণ করা হয় সংস্থাটির। এদেরই তৈরি এই অত্যাধুনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র।

About The Author