তিস্তায় নতুন বিপত্তি! নদীতে ভেসে উঠছে মরা মাছ

তিস্তায় এবার নতুন সংকট! মরে ভেসে উঠছে নদীয়ালী মাছ। সংখ্যাটা অগনতি। জল দুষণের কারনেই জলপাইগুড়িতে তিস্তায় মাছের মড়ক লেগেছে বলে ধারণা পরিবেশবিদদের। তবে অসাধু ব্যবসায়ীরা বিষ মিশিয়ে এই কাণ্ড ঘটাচ্ছে কি না আশঙ্কা। মৎস্য দপ্তরকে খতিয়ে দেখার আর্জি স্থানীয়দের।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় তিস্তায়। পাহাড় থেকে নদীর জলে ভেসে আসে সেনা বাহিনীর সমরাস্ত্র। সেই বিপত্তি শেষ হতে না হতেই এবার মাছের মড়ক। তাতে নতুন করে উদ্বেগ ছড়াল জলপাইগুড়ির তিস্তা পাড়ে। ঘটনার কারণ খুঁজতে মৎস্য দফতরের দারস্থ স্থানীয় পঞ্চায়েত।

সম্প্রতি বন্যার সময় যুদ্ধ সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ধরনের কেমিক্যাল নদীতে ভেসে আসে বলে খবর। তা থেকে জল দুষণের সম্ভাবনা। মৃত মাছ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফে। ঘটনায় উদ্বিগ্ন জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত। তিস্তায় জল কমে যাওয়ায় এক শ্রেণির অসাধু মৎস্য ব্যাবসায়ী বিষ প্রয়োগ করে মাছ ধরে থাকতে পারে বলে অনুমান।

About The Author