বিয়ের পরই বরের কুকীর্তি ফাঁস! মেয়ের বাবা যা করলেন, শুনলে চমকে যাবেন

অবাক করা ঘটনা ঝাড়খণ্ডের রাঁচির। ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়ে বাবা জানতে পারেন, পাত্র আগে থেকেই বিবাহিত এবং মেয়ের অপর অত্যাচার চালাচ্ছে। এমন অবস্থায় ঘটনা শুনে চিন্তায় পড়ে যান মেয়ের বাড়ির লোকজন। কিন্তু এক্ষেত্রে ধরা পড়ল ভিন্ন ছবি। অত্যাচার সহ্য না করে পাড়া প্রতিবেশীদের ঢাক পিটিয়ে মেয়ের বাবা জানিয়ে দিলেন, ওই বরের সঙ্গে তাঁর মেয়ে কোনও মতেই ঘর করবে না। পাশাপাশি, নিজের মেয়েকে সেখান থেকে বের করে নিয়ে গেলেন উদযাপনের মাধ্যমেই। মেয়ের বিয়ের সময় যেভাবে উদযাপন হয়েছিল, মেয়ের বিয়ে ভাঙ্গাও হল ধুমধাম করে, সেই একই কায়দায়।

দিন কয়েক আগে সেই ঘটনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বাবা প্রেম গুপ্ত পোস্টটি শেয়ার করেন। জানা গেল, গত বছর এপ্রিল মাসে শচীন কুমার নামের একজনের সঙ্গে তার মেয়ে সাক্ষী গুপ্তার বিয়ে হয়। বিয়ের ক’দিনের মধ্যেই জানা যায়, স্বামী আগে অন্য কোনও মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন। তারওপর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের থেকে হয়রানির সম্মুখীনও হতে শুরু করেন। সাক্ষী এই বিষয় তাঁর বাবাকে জানায়। কোনওরকম আপসে না গিয়ে বাবা মেয়েকে সসম্মানে ফিরিয়ে নিয়ে এলেন। সাক্ষীর বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা এই ব্যাপারে সম্মত হয়ে উদযাপনের মধ্যে দিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনার প্রস্তুতি নেন। পুরো সমাবেশ জুড়ে, বাজি-পটকা পোড়ানোর পাশাপাশি বাজনাও ছিল।

সাক্ষীর বাবার কথায়, ‘মেয়েরা যেকোনও পরিবারের সবচেয়ে মূল্যবান উপহার। যদি তাদের শ্বশুর বাড়িতে অত্যাচার করা হয়, তবে তাদের সম্মানের সাথে বাড়িতে ফিরিয়ে আনা উচিত’। এই ঘটনা নিয়ে এখন নেটমাধ্যমে জোর আলোচনা চলছে।

About The Author