সপ্তমীর সকালেই আরও একটি মহাকাশ অভিযানে রওনা হবে ইসরো। চাঁদ, সূর্যের পর এবার মানুষ পাঠানোর লক্ষ্য। এই মিশনের নাম গগনযান। তারই অঙ্গ হিসেবে শনিবার সকালে প্রথম টেস্ট ফ্লাইট পাঠাবে ইসরো। সফল হলে আরও একধাপ যাবে সেই লক্ষে। শনিবার সকাল ৮টায় মহাকাশে পারি দেবে গগনযানের প্রথম টেস্ট ফ্লাইট।
মহাকাশচারী পাঠানোর লক্ষ্য জয়ে গগনযান অভিযান শুরু করতে চলেছে ইসরো। ৪০০ কিলোমিটার কক্ষপথে মহাকাশচারী পাঠানো ও তাঁকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা এই অভিযানের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছতে হলে একাধিক ধাপ বা পর্যায় সফলভাবে পেরোনো জরুরি।
শনিবার সকালে গগনযানের ক্রু মডিউল ভেহিকল অ্যাবর্ট মিশন বা টিভি ডি-১-এর পরীক্ষা করা হবে। শ্রীহরিকোটা থেকে সেটির পরীক্ষামূলক উড়ান হওয়ার কথা। তারপর বঙ্গোপসাগরে টাচডাউনের পর এই ক্রুল মডিউলটি উদ্ধার করে আনা হবে। সে জন্য একটি ভেসেল এবং ভারতীয় নৌবাহিনীর একটি টিমও তৈরি রাখা রয়েছে।