গাজা ভূখণ্ডে ইজরায়েলি সেনার অবরোধ এবং হামলা চলতে থাকলে পাল্টা প্রত্যাঘাত করবে মুসলিম দুনিয়া। মঙ্গলবার এমনই হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খোমেইন (Ali Khamenei)। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘প্যালেস্তিনীয় জনতার বিরুদ্ধে ইহুদি শাসকদের অত্যাচার অব্যাহত থাকলে মুসলিমরা প্রতিবাদ করবে; তখন কেউ এই প্রতিরোধ শক্তিকে আটকাতে পারবে না। গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে।’
মঙ্গলবার গাজার একটি হাসপাতালে আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েল। হাসপাতালটি হামাস দ্বারা পরিচালিত। সেখানে যুদ্ধে আহতদের চিকিৎসা চলছিল। ওই হামলায় প্রায় ৫০০ মানুষের প্রাণ গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে দেশটি। গাজার আল-আহলি আরব হাসপাতালে ইজরায়েল এদিন হামলা চালিয়েছে বলে দাবি।
গত ১০ দিন ধরে চলা যুদ্ধে আহত এবং ঘরছাড়া মানুষদের অনেকেই ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন। এই যুদ্ধে দুই দেশ মিলিয়ে ইতিমধ্যেই ৪ হাজার জনের বেশি নিহত হয়েছেন। রোজই বাড়ছে মৃত্যুর সংখ্যা। উত্তর ও মধ্য গাজার বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য ‘চরম সময়সীমা’ বেধে দেওয়া হলেও এখনও আনুষ্ঠানিকভাবে স্থলপথে ইজরায়েলি সেনার গাজা অভিযান শুরু হয়নি। তবে মঙ্গলবারও দফায় দফায় বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে গাজায়।