নয়াদিল্লি: স্পেনকে ছাপিয়ে পৃথিবীতে পঞ্চমস্থানে উঠে এলো ভারত। ভারতের ঠিক উপরেই রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,৮৮৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৯৪ জনের। মৃত্যুর সংখ্যায় ভারত পৃথিবীতে ১২ নম্বর স্থানে। সুস্থতার হারে দেশ বিশ্বে দশম। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১,৪২,০৬৯টি। অন্যদিকে, সারা দেশের সংক্রমিতের অর্ধেকই চারটি মহানগর দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞদের মতে, ভারতে করোনা সংক্রমণ সেপ্টেম্বরের মাঝামাঝি শেষ হয়ে হয়ে যাবে। মন্ত্রকের ডেপুটি ডিরেকটর ডা, অনিল কুমার একথা জানিয়েছেন। একটি গবেষণাপত্রে তিনি গাণিতিক পদ্ধতি অনুসরণ করে এই পূর্বাভাস দিয়েছেন। তবে এই পদ্ধতি তথ্যের নির্ভুলতার ওপর নির্ভর করে।