বিশ্বকাপের খেলায় পাকিস্তানকে সহজেই হারাল রোহিতরা

এবারও হেরে গেল পাকিস্তান। ৭ উইকেটে বাবরদের সহজেই হারাল ভারত। শনিবার গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট দল।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ১৯১ রান তোলে পাকিস্তান। জবাবে রোহিত শর্মার ৮৬ ও শ্রেয়স আইয়ারের অপরাজিত ৫৩ রানে ভর করে ৭ উইকেট হাতে রেখে খুব সহজেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

পাকিস্তানের দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক শুরুটা ভালোই করেন। দলের ৪১ রানের মাথায় সিরাজের বলে আউট হন শফিক। এরপর মাঠে নামেন পাক দলের ক্যাপ্টেন বাবর আজম। ৭৩ রানের মাথায় কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে খেলা শেষ করেন ইমাম-উল। তারপর মাঠে নামেন মহম্মদ রিজওয়ান। তাঁর সঙ্গে বাবরের জুটি একটা সময়ে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। স্কোর যখন ১৫৫, তখন বেরিয়ে যান অধিনায়ক বাবর। জসপ্রীত বুমরার হাতে শিকার হন মহম্মদ রিজওয়ান। তাঁরা আউট হতেই একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৪২.৫ ওভারে ১৯১ রানেই অলআউট হয়ে যায় বাবররা।

এরপর ১৯২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের শুরুটা আক্রমণাত্মক করেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৬৩ বলে ৬টি করে চার ও ছয়ের সহযোগিতায় ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হিটম্যান। রোহিত আউট হলে হাল ধরেন শ্রেয়স। তিনি ৬২ বলে ৫৩ রানে অপরাজিত রইলেন। রাহুল অপরাজিত থাকেন ১৯ রানে। ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। দেবী পক্ষের শুরুতে পাক বধের মুহূর্ত জমে ওঠে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

About The Author