রাজগঞ্জের মাটি যাচ্ছে দিল্লিতে। কেন্দ্রের উদ্যোগে নবনির্মিত সংসদ ভবনের পাশে ‘অমৃত বাটিকা’ তৈরি করা হবে। তার ভিটার মাটি হিসেবে সারা দেশ থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। সেখানে রাজগঞ্জের মাটিও যাচ্ছে। শুক্রবার রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের ফাটাপুকুর সারদামনি হাইস্কুলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এলাকা থেকে মাটি সংগ্রহ করলেন এসএসবি-র সেনা জওয়ানেরা।
এসএসবি বাহিনীর ৪৬ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে এবং রাজগঞ্জের হোপ অ্যান্ড সাকসেস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় রাজগঞ্জে এই কর্মসূচী হল। শুক্রবার ফাটাপুকুর এবং বেলাকোবা থেকে স্কুল পড়ুয়াদের হাতে সংগৃহীত মাটি কলসে জমা করা হল। সেই মাটি ভর্তি কলস পৌঁছবে দিল্লিতে। সেনার এক এক আধিকারিক জানান, দিল্লির অমৃত বাটিকা তৈরিতে যে মাটি লাগবে তা সংগ্রহ করা হচ্ছে। স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা নিজেদের হাতে করে মাটি জমা করেন কলসে। পাশাপাশি, পড়ুয়াদের দিয়ে দেশ ভক্তির শপথ বাক্য পাঠ করানো হয়। এদিন অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে ছিলেন দুই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যেরা।