বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নিলেন বাবর আজমেরা। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে এই জয় তুলে নিয়েছে পাকিস্তান।
মঙ্গলবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৫ রানের বড় লক্ষ্য দাঁড় করায় শ্রীলঙ্কা। বিশ্বকাপের অষ্টম ম্যাচে তাঁদের ৩৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ইমাম-উল-হক ও বাবর আজম দুজনেই ফিরে যান দলীয় ৩৭ রানে। ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং আব্দুল্লাহ শফিক লঙ্কান ব্যাটার মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার জোড়া সেঞ্চুরির জবাব দেন নিজেদের জোড়া সেঞ্চুরি দিয়ে। যার ওপর ভর করে ১০ বল হাতে রেখেই বিশ্বকাপের সর্বোচ্চ রান টপকানোর রেকর্ড গড়েছে বাবরের দল।
এই জয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। বিপরিতে টানা দুই পরাজয়ের স্বাদ পেতে হয়েছে শ্রীলঙ্ককাকে। পাকিস্তান তাদের প্রথম জয় পেয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। বিপরিতে লঙ্কানরা হারে দক্ষিণ আফ্রিকার কাছে।