Rajganj: দেশি পিস্তল সমেত গ্রেপ্তার যুবক

রাজগঞ্জের জটিয়াকালী থেকে দেশী পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। মেহেবুব খান নামের ওই যুবককে দেশী পিস্তল ও একটি কার্তুজ সহ গ্রেপ্তা‌র করে জলপাইগুড়ি আদালতে তুলেছে এনজেপি থানার পুলিশ। পুলিশের দাবি, সোমবার সন্ধ্যায় ওই যুবক দেশি পিস্তল বিক্রির জন্য জটিয়াকালি এলাকায় ঘোরাফেরা করছিল। খবর পেয়ে অভিয়ান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। অস্ত্র সহ গ্রেফতার করা হয় যুবককে। ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ আরও দাবি করল, ওই যুবক দেশী পিস্তলটি বিক্রির জন্য সেখানে নিয়ে এসেছিল।

আমবাড়ির খবর ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে পড়ল সাপ। আতঙ্কে ক্লাসরুম ছেড়ে বেরিয়ে এলেন পড়ুয়া এবং শিক্ষকেরা। ঘটনা ঘিরে সাময়িক ভাবে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা খড়খড়িয়া প্রাইমারি স্কুলে। মঙ্গলবার স্কুল চলাকালীন হঠাৎ করেই ক্লাসরুমে একটি সাপ ঢুকে পরে। সাপ দেখে শুরু হয় হুলুস্থুলু কান্ড। ছাত্রছাত্রীদের তরিঘরি ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে বনদপ্তরের কর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সাপটিকে বের করা হয়। যদিও সাপটি দাঁড়াশ সাপ বলেই মনে করা হচ্ছে।

About The Author