বিপর্যয়ের ৫ দিন পর এয়ার লিফট করে পর্যটকদের উদ্ধার

শিলিগুড়ি: সিকিমে বিপর্যয়ের ৫ দিন পর অবশেষে পর্যটকদের এয়ার লিফট করে উদ্ধার শুরু হল। লাচেন সহ বেশকিছু জায়গায় পর্যটকেরা আটকে ছিলেন। তিস্তার গ্রাসে লাচেন, চুংথাম বিচ্ছিন্ন হয়ে যায়। লাচেনে আটকে পড়েন বহু পর্যটক।সেই পর্যটকদের উদ্ধারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল হেলিকপ্টার। কিন্তু আবহাওয়া বাধা হয়ে দাড়িয়েছিল এই কয়েকদিন।

অবশেষে সোমবার উত্তর সিকিমে আবহাওয়া কিছুটা পরিষ্কার হতেই হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে পর্যটকদের। সোমবার সকালেই সিকিমের পাকিয়ং থেকে লাচেন যায় হেলিকপ্টার। এছাড়াও লাচুং, চুংথামেও হেলিকপ্টারে পরিস্থিতি দেখার পাশাপাশি ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

About The Author