Rajganj: বিয়েতে দেওয়া উপহার-সামগ্রী ফিরিয়ে নিলেন বিধায়কের পুত্রবধূ

রাজগঞ্জ: বিয়েতে ‘স্ত্রীধন’ হিসেবে দেওয়া উপহার-সামগ্রী সহ সব জিনিসপত্র বিধায়ক খগেশ্বর রায়ের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে গেলেন তাঁর পুত্রবধূ পিঙ্কি। আদালতের নির্দেশে রবিবার পিঙ্কি তাঁর আইনজীবীকে সঙ্গে নিয়ে বিয়েতে দেওয়া আসবাব পত্র গাড়িতে বোঝাই করে ফিরিয়ে নিয়ে গেলেন বাপের বাড়ি।

২০১৯ সালের ১৩ ই মার্চ রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের ছোট ছেলে দিবাকরের সঙ্গে পিঙ্কির বিয়ে হয়েছিল। পিঙ্কির অভিযোগ, বিয়ের পরে তাঁর ওপর মানসিক অত্যাচার করা হত। সেই নিয়ে পিংকি আইনের দ্বারস্থ হন। বিধায়কের পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেন। সরকারিভাবে এখনও বিবাহ বিচ্ছেদ না হলেও মামলা চলছে আদালতে। সেই নির্দেশেই সব জিনিসপত্র বুঝে নিতে চাইছেন পিঙ্কি।

রবিবার সেই সব জিনিসপত্র নিতে এসে পিঙ্কি অভিযোগ করে বলেন, সব জিনিস তিনি অক্ষত অবস্থায় পাননি। শ্বশুরবাড়ির লোকজন নিজেদের মতো করে লিস্ট তৈরি করে সেই জিনিসপত্র দিয়েছে। যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

পিঙ্কি বলেন, শ্বশুরবাড়িতে গিয়ে বিয়েতে যৌতুক হিসেবে দেওয়া সব ফিরিয়ে নিয়ে এলাম তবে আমাকে সঠিক পরিমাণে জিনিসপত্র দেওয়া হয়নি। এই ব্যাপারে রাজগঞ্জের বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দরকারি মিটিং থাকায় তিনি বাইরে ছিলেন। উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে সব হচ্ছে। যদি পিঙ্কির কোনও অভিযোগ থাকে তবে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

পিংকির আইনজীবী গৌতম পাল বলেন, দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতে রবিবার বিধায়কের বাড়িতে শান্তিপূর্ণভাবেই পিংকি রায়ের বিয়েতে দেওয়া যৌতুক ফিরে পেয়েছে। তবে আইনি কিছু কাজ বাকি আছে সেটা সমাধান হয়ে যাবে খুব শিগগির।

About The Author