তৃণমূলের ধর্না চলাকালীন ফিরহাদ, মদনের বাড়িতে CBI, রাজনৈতিক অভিসন্ধি …

কলকাতা: সকাল সকাল ফিরহাদ-মদনের বাড়িতে সিবিআই। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এই হানা বলে খবর। পাশাপাশি, কাঁচরাপাড়া এবং হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতেও হানা দিয়েছেন সিবিআই কর্তারা।

রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই হানার ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল। তাদের দাবি, রাজভবনের সামনে অভিষেকের ধর্না কর্মসূচিতে চাপে পড়ে গিয়েছে বিজেপি। তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে।’

About The Author