ঝাড়ু হাতে প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় স্বচ্ছতার বার্তা মোদীর

এবার ঝাড়ু হাতে তুলে নিলেন প্রধানমন্ত্রী। ময়লা সাফ করে স্বচ্ছতার অভিযানে শামিল হলেন মোদী। সঙ্গে ছিলেন কুস্তিগির অঙ্কিত বাইয়ানপুরিয়া। দু’জনে এক সঙ্গে একটি ঘেরা জায়গায় ময়লা সাফ করেছেন। রবিবার নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি।

https://youtu.be/R_LAwZUFeoo

About The Author