স্বাধীনতার পর এই প্রথমবার রাজভবনে কোনও বিধায়কের শপথ পাঠ হল। বহু টানাপোড়ন শেষে শনিবার রাজভবনে শপথ নিলেন ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়।
ভোটে জেতার ২২ দিন পর শপথ গ্রহণ করলেন নির্মলচন্দ্র রায়। এদিন, রাজভবনে শপথবাক্য পাঠ করলেন বিধায়ক নির্মলচন্দ্র রায়। সেখানে বিধানসভার অধ্যক্ষ বা পরিষদীয় মন্ত্রীদের কেউ ছিলেন না। এদিন বিধায়ক তাপস রায় ধূপগুড়ির নির্মলচন্দ্র রায়কে রাজভবনে নিয়ে আসেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান।
গত ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপভোটের ফল ঘোষণা হয়। ৩০ তারিখ শপথ নিলেন বিধায়ক। রাজ্যপালকে এদিন রাজবংশী গামছা উপহার দেন বিধায়ক। পাল্টা উপহার দিয়েছেন রাজ্যপালও।