এশিয়ান গেমসে পাকিস্তানকে ১০ গোল! হকির সেমিফাইনালে ভারত

এশিয়ান গেমসে পাকিস্তানকে ১০ গোলে হারিয়ে হকির সেমিফাইনালে পৌঁছল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একাই চারটি গোল দিলেন দলের অধিনায়ক হরমনপ্রীত সিং।

শনিবার ১৯ তম এশিয়ান গেমসের হকিতে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। শুরু থেকেই এগিয়ে ছিল ভারত। একের পর এক গোল করে ১০-২ গোলে পরাজিত পাকিস্তান। এবং সেই সঙ্গে এশিয়ান গেমসের হকিতে সেমিফাইনালে উঠে গেল ভারত। হকিতে এর আগে দুই দলের গোলের এত ব্যবধান কখনই ছিল না। শনিবারের ম্যাচে কার্যত ইতিহাস গড়ল ভারত। হরমনপ্রীতের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটাররাও।

About The Author