ক্লাবের উন্নয়নের জন্য টাকা দেওয়া বন্ধ করল রাজ্য সরকার

কলকাতা: ‘মানুষ বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, পেনশন পাচ্ছেন না। আর পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে!’ বিচারপতি অমৃতা সিংহর এমন মন্তব্যের পরদিনই নবান্ন জানাল, এবার থেকে ক্লাবের উন্নয়নের জন্য কোনও টাকা দেওয়া হবে না। যদিও নবান্নের সূত্র বলছে, বিচারপতির ওই মন্তব্যের সঙ্গে ক্লাবের টাকা বন্ধের সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক অনুদান হিসেবে দফায় দফায় পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল। যদিও কোভিড পরবর্তী সময় থেকে এই প্রকল্পে অর্থ দেওয়ার কাজ স্থগিত রাখা হয়। সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হল, এই অনুদান আর দেওয়া হবে না।

নবান্না জানাল, কয়েক বছর ধরে ক্লাবগুলিকে যে টাকা দেওয়া হয়েছিল সরকারের তরফে, বহু ক্লাবই তার খরচের কোনও যথাযথ হিসেব দেখাতে পারেনি। ফলে এই সিদ্ধান্ত নিতে হল। প্রসঙ্গত, শুক্রবারই রাজ্য সরকারের পুজোর অনুদান নিয়ে তির্যক মন্তব্য শোনা গিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতির অমৃতা সিনহার গলায়। তমলুকের এক পুজো কমিটির করা মামলার শুনানি চলাকালীন শুক্রবার তিনি বলেছিলেন, ‘আমি অনেক মামলা শুনেছি, যেখানে মানুষ বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, পেনশন পাচ্ছেন না। আর পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে!’

About The Author