ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে বেশ ফাপরে পড়েছে কানাডা। ভারত বিরোধী উস্কানির পর এবার ট্রুডোর গলায় নরম সুর। আন্তর্জাতিক শক্তি হিসেবে ভারতের প্রশংসা করে ফের সুসম্পর্ক চাইলেন কানাডার প্রধানমন্ত্রী।
খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে কানাডার সংসদে দাঁড়িয়ে ভারতকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী ট্রুডো। সঙ্গে সঙ্গেই দুই দেশের আভ্যন্তরীণ কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে। ঘটনার দেড় সপ্তাহের মধ্যেই অন্য সুর ধরা পড়ল ট্রুডোর গলায়। এবার নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্কের পক্ষে সওয়াল করলেন কানাডার প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসাবে ভারত আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন উদীয়মান শক্তি। কানাডা চায় তাদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে।’
এর আগে নিজ্জর হত্যাকাণ্ডে ট্রুডো বলেছিলেন, কানাডার একজন অধিবাসী হিসেবে নিজ্জরকে হত্যার পেছনে ভারতের গুপ্তচর সংস্থার ভূমিকা রয়েছে। কানাডার তদন্তকারী সংস্থাগুলি এ বিষয়ে আরও বিশদে তদন্ত করছে বলেও জানান তিনি। পাশাপাশি দাবি করেন, বিষয়টি নিয়ে জি২০ শীর্ষ সম্মেলন চলাকালীন তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কথা হয়েছে। যদিও এই সংক্রান্ত কোনও আলোচনা হয়নি বলে দাবি ভারত সরকার। তবে সংসদে দাঁড়িয়ে ট্রুডোর এমন অভিযোগ মোদী সরকার ভালো চোখে নেয়নি। কানাডার প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরপরই কূটনৈতিক সৌজন্য তুলে নেয় ভারত। এমনকি ভিসা অবধি বাতিল করা হয়। দেড় সপ্তাহ পর এবার সুর নরম ট্রুডোর। মনে করা হচ্ছে, দেশটির প্রধান হিসেবে ট্রুডো বেশ চাপেই রয়েছেন।