বাস-স্কুটি সংঘর্ষে মৃত্যু জামাইবাবুর, আশঙ্কাজনক শ্যালক

রাজগঞ্জ: শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে বাসের ধাক্কায় মৃত্যু হল জামাইবাবুর, আশঙ্কাজনক শ্যালক।

বৃহস্পতিবার নবি দিবসের জুলুস থেকে স্কুটি করে ফেরার পথে জাতীয় সড়কে শ্যালক-জামাইবাবুকে ধাক্কা মারে বাস। ঘাতক গাড়ির নিচে আটকে যায় স্কুটি। বেশ কয়েক মিটার টেনে হিঁচড়ে চলে আসে গন্ডার মোড়ে। এদিকে, মৃত্যু আশঙ্কায় স্থানীয়দের একাংশ বাস ভেঙ্গে জ্বালিয়ে দেন। এদিন সন্ধ্যায় একজনের মৃত্যু হয়। মৃতের নাম হামিদার আলী। আহত আইয়ুব আলী আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের বাড়ি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবান এলাকায়। ঘটনার পরদিন, তাঁদের বাড়িতে যান স্থানীয় প্রশাসন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, হামিদারের অভাবের সংসারে স্ত্রী ও দুই সন্তান ছাড়াও বৃদ্ধ বাবা-মা রয়েছেন। হামিদার রাজমিস্ত্রির কাজ করতেন। শুক্রবার পরিবারটির সঙ্গে দেখা করেন গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ এবং এলাকার জনপ্রতিনিধিরা। গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন, তাঁদের যথাসাধ্য সাহায্য করা হবে।

About The Author