রাজগঞ্জ: সাতসকালে জোড়া দেহ ঢুকল রাজগঞ্জ থানায়। একটি উদ্ধার হয়েছে পানিকাউরি মগরাডাঙ্গি থেকে। অন্যটি শিকারপুর ফটিঙ্গালাইন থেকে। দুটি ঘটনার পেছনেই মাদকাসক্তি দায়ী, দাবি পরিবারগুলির।
বুধবার সকালে রাজগঞ্জের মগরাডাঙ্গিতে বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম, সুকান্ত মন্ডল। বয়স ২৯। পরিবার জানাল, বিছানার চাদর গলায় পেচিয়ে ঝুলে ছিল সুকান্ত।
সুকান্ত দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত ছিল বলে দাবি। বিয়ে বাচ্চা হলেও নেশার জেরে পরিবার ভেঙ্গে গিয়েছে। বাবা মার থেকেও আলাদা থাকতে শুরু করে। সুকান্তের বাবা বলেন, নেশার আসক্তির জেরে খাওয়া সংসার কাজ কর্ম সব লাটে উঠেছিল। বুধবার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল।
অন্যদিকে, শিকারপুর ফটিঙ্গালাইনে এক মাঝ বয়সি ব্যক্তিকে মৃত অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম শুক্রা কিসপোটা। বয়স ৪৮।
পরিবার সূত্রে জানা গিয়েছে, করম পূজার সময় বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফিরে আসেনি। নেশার আসক্তি ছিল। ভোর রাতে ওই ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সেখান থেকে জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়। তদন্ত করে দেখছে রাজগঞ্জ থানার পুলিশ।