এশিয়ান গেমসে এই ত্রয়ীর হাত ধরে প্রথম সোনা পেল ভারত, তৈরি হল বিশ্বরেকর্ড

এবারের এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম সোনা পেলেন এই ত্রয়ী। শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দিলেন দিব্যাংশ পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল। দলগত বিভাগে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তাঁরা।

মোট ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করেন দিব্যাংশ, ঐশ্বর্য এবং রুদ্রাংশের ভারতীয় দল। এটি বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল চিনের। তারা ১৮৯৩.৩ পয়েন্ট স্কোর করেছিল। ১৮৯০.১ পয়েন্ট স্কোর করে কোরিয়া রুপো পেয়েছে। ব্রোঞ্জ পেয়েছে চিন। তাদের পয়েন্ট ১৮৮৮.২। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ভারত এই পদক পেল।

শ্যুটিংয়ে আরও দু’টি পদক জিতেছে ভারত। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষদের ব্যক্তিগত বিভাগে ২২৮.৮ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন ঐশ্বর্য তোমর। দলগত প্রতিযোগিতায় সোনা জেতার পরে দিনের দ্বিতীয় পদক জিতেছেন তিনি।

২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছে ভারত। পুরুষদের দলগত বিভাগে ১৭১৮ পয়েন্ট পেয়ে পদক জিতেছেন বিজয়বীর সিধু, অনিশ ও আদর্শ সিংহ। ২৫ মিটার র‌্যাপিড ফায়ারের ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে উঠেছেন বিজয়বীর। অর্থাৎ, আরও একটি পদক জেতার সুযোগ রয়েছে ভারতের।

About The Author