প্রথমবার এশিয়াডে নেমেই সোনা আনল ভারতের মহিলা ক্রিকেট দল

প্রথম বার এশিয়ান গেমসে নেমেই সোনা জয় করল ভারতের মেয়েরা। শ্রীলঙ্কাকে ১৯ রানে হারাল ভারত।

এর আগে ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে ক্রিকেট থাকলেও ভারত তাতে অংশ নেয়নি। প্রথম বার এশিয়ান গেমসে নেমেই ফাইনালে খেলল ভারতের মেয়েরা। আর প্রথমবার নেমেই সোনা জয়।

শুটিংয়ের পর এশিয়াডের দ্বিতীয় দিন ক্রিকেট থেকে দ্বিতীয় সোনা এল ভারতে। এশিয়াডে মেয়েদের ক্রিকেটের ফাইনালে ভারতের সোনা জয়ের পিছনে বড় অবদান রাখলেন বাংলার তিতাস সাধু।

About The Author