রাজগঞ্জ: পুজোর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল রাজগঞ্জের সুখানি চা বাগান। পার্শ্ববর্তী কাহারপারা সহ বিভিন্ন এলাকার প্রায় ৪০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন।
সোমবার সকালে চা বাগান বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে গেলেন তাঁরা। তাঁদের অভিযোগ, বাগান শ্রমিকদের ওপর অত্যাচার, মজুরি বৃদ্ধি সহ একাধিক সমস্যা জানাতে গিয়ে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের মত পার্থক্য তৈরি হয়। এর ফলে গত তিন দিন ধরেই বাগানে কোনও কাজ হচ্ছিল না। বিষয়টি সমাধান হবার বদলে রাতে চুপি চুপি এসে বাগানের অফিসে লকআউটের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
শ্রমিকদের আরও অভিযোগ, বাগানের মহিলা কর্মীদের শ্লিলতাহানির চেষ্টাও করা হয়েছে। এদিকে, পিএফ-এর টাকা তুলতে কাট মানি দিতে হচ্ছে। ব্লক ভেদে বেতন বৈষম্য রয়েছে। ইত্যাদি সমস্যা জানানো হয়েছিল। সুরাহা হবার বদলে বা সেই নিয়ে আলোচনা করে সমস্যা মেটানোর বদলে চা বাগান বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ।
এই ব্যাপারে চা বাগানের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের ফোন সুইচ অফ পাওয়া যায়।