জঙ্গি সংঘর্ষে শহিদ ৩ অফিসারকে শেষ শ্রদ্ধা, অনন্তনাগে এখনও চলছে অপারেশন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতের ৩ অফিসার। চোখের জলে, গান স্যালুটে শুক্রবার তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হল।

কারও বাবা, কারও মা তাঁদের ছেলেকে শেষ বিদায় জানালেন, কোথাও আবার একরত্তি ছেলে বাবার কফিনে ফুল চড়িয়ে জানাল শেষ স্যালুট। বুধবার জম্মু-কাশ্মীর পুলিশের অনন্তনাগে ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ডিএসপি হুমায়ুন ভাটের মৃত্যু হয়। তাঁর সঙ্গে নিহত হয়েছেন সেনার এক কর্নেল মনপ্রীত সিংহ এবং মেজর আশিস ধনচক। হুমায়ুনকে পুলিশের তরফে শেষ শ্রদ্ধা জানানো হয়েছিল বুধবার। সেখানে তাঁর বাবা গুলাম হাসান ভগ্নহৃদয়ে নিজের ছেলের বিদায়কালে সামিল হলেন, সারলেন শেষ কাজ। এদিকে, মনপ্রিত সিঙয়ের মা এবং পরিবারের লোকেরা ছেলের বিদায় বেলায় চোখের জলে শেষ স্যালুট জানালেন।

অনন্তনাগের ঘটনার পর নতুনভাবে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার ভোর হতেই আবার অভিযান শুরু করে সেনা এবং পুলিশের যৌথবাহিনী। এখনও চলছে গোলাগুলি।

About The Author