জি২০ সম্মেলন শেষ, এক এক করে সব নেতারাই ফিরে গিয়েছেন যে যার দেশে। তবে দু’দিন ধরে ভারতেই পড়ে রইলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। ফিরতে চেয়েও ফিরতে পারেননি নিজের দেশে। আর এই নিয়ে তাঁর নিজের দেশ থেকেই প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে।
জানা গেল, কানাডার প্রধানমন্ত্রীর বিমান বিকল হয়ে পড়ে ছিল দুদিন ধরে। শুক্রবার রাতে ছেলেকে সঙ্গে নিয়ে ওই বিমান থেকেই ভারতের মাটিতে পা রেখেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে প্রতিবারের মত এবারের জি২০ সম্মেলনও তাঁর জন্য মন্দই কাটল। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি বিশ্লেষণ করে জানিয়েছে, প্রতিবার জি২০ সম্মেলনে কোনও না কোনও বাধার মুখে পড়তে হচ্ছে ট্রুডোকে।
এর আগের বার চিনের শি জিনপিংয়ের প্রবল ধমক খেয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। এবারও প্রধানমন্ত্রী মোদীর থেকে ধমক খেতে হল তাঁকে। এমনটাই দাবি করা হচ্ছে সূত্রে। এবারের ভারত জি২০ সম্মেলনে তাঁকে খুব একটা দেখাও যায়নি। যেখানে অন্যান্য নেতাদের বারেবারে দেখা গিয়েছে মোদীর সঙ্গে।
শত মুখঝামটা সহ্য করার পর মঙ্গলবার দুপুরে ভারত ছাড়লেন ট্রুডো। শোনা যাচ্ছে, ভারত কানাডার প্রধানমন্ত্রীর করুন দশা দেখে নিজস্ব এয়ারওয়ান দিয়ে সাহায্য করার কথা জানিয়েছিলেন ট্রুডোকে।