ED-র দপ্তরে টানা জেরা, বেরিয়েই মন্দিরে পুজো নুসরতের, জানালেন কারণ

কলকাতা: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে অভিনেত্রী সাংসদ নুসরতকে তলব করেছিল ইডি। সেইমত মঙ্গলবার সকাল সকাল ইডির দপ্ত‌রে চলে আসেন। তারপর প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বের হন তিনি। এরপর বাড়ি ফেরার পথে মন্দিরে পুজো দিলেন নুসরত জাহান।

ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদ পর্ব সেরেই পুজো কেন? উত্তরে নুসরত বলেন, ‘প্রতি মঙ্গলবারেই মন্দিরে আসি। আজকের পর যদি আবার সামনের মঙ্গলবারে আসেন, তখনও আমাকে এখানেই পাবেন।’ ইডি-র জিজ্ঞাসাবাদ নিয়ে নুসরত জানালেন, তাঁদের সব প্রশ্নের উত্তর দিয়েছি। যদি ওনাদের আবার প্রয়োজন হয়, আমি আবার যাব।’

About The Author