সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক মোদীর, পারস্পারিক সহযোগিতার আশ্বাস

নয়াদিল্লি: ২০১৯ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে এলেন সৌদি প্রিন্স। গত ৮ সেপ্টেম্বর তিনি ভারতে আসেন জি-২০ সম্মেলনে যোগ দিতে। গতকালই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্যই অতিরিক্ত একদিন থেকে যান। সোমবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে জাতীয় মর্যাদা দেওয়া হয়।

সোমবার সকালে সৌদি আরবের যুবরাজ প্রিন্স মহম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক সেরে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শক্তি, প্রতিরক্ষা, বাণিজ্য-সহ একাধিক বিষয়ে সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান বৈঠকে ভারত ও সৌদি আরবের কৌশলগত অংশিদারিত্ব নিয়ে আলোচনা করেছেন। উভয়ের মধ্যে শক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও বিনিয়োগ, সংস্কৃতি এবং শ্রেণি কল্যাণের মতো একাধিক বিষয়ে পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

About The Author