IND vs PAK: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-পাক ম্যাচ, সোমবার ফের খেলা হবে!

বৃষ্টিতে ভেস্তে গেল রবিবারের ভারত-পাক ক্রিকেট ম্যাচ। কলম্বোয় দ্বিতীয় বার বৃষ্টি আসায় ভারত-পাকিস্তান ম্যাচ আর শুরু করা গেল না। অবশ্য এমন আশঙ্কা আগেই করা হয়েছিল। তাই সোমবার দিনটি রিজার্ভে রাখা হয়েছিল। সোমবার দুপুর ৩টে থেকে ফের শুরু হবে খেলা। ৫০ ওভারেই খেলা হবে। ভারত ২৪.১ ওভার থেকে ব্যাটিং শুরু করবে।

এদিনের ম্যাচ ভারতের ব্যাটিং দিয়েই শুরু হয়। রান যখন ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭, তখনই প্রবল বৃষ্টি শুরু হয়। মাঠের অবস্থা বেগতিক বুঝে রাত ৯টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আম্পায়ারেরা খেলা শুরুর তোড়জোড় শুরু করতেই আবার বৃষ্টি শুরু হয়। আবার মাঠ ঢাকতে হয়। আম্পায়ারেরা বুঝতে পারেন এদিন আর খেলা চালানো সম্ভব নয়। সেটা বুঝেই খেলা ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। সোমবার নির্ধারিত সময়েই ফের শুরু হবে ভারত-পাক মহারণ।

About The Author