G20: রাষ্ট্রনেতাদের কেউ খেলেন হোঁচট, কারও সঙ্গে থাকা ব্যাগ নিয়ে দু’পক্ষের তর্ক

নয়াদিল্লি: রাষ্ট্রনেতাদের কেউ খেলেন হোঁচট, কারও সঙ্গে আসা নিরাপত্তা কর্মীর হাতে ব্যাগ নিয়ে শুরু হল ঝামেলা। দিল্লিতে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্র নেতারা। আর সেখানেই ধরা পড়ল ছন্দছাড়া তিন মুহূর্ত।

রবিবার সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়ে রাষ্ট্রনেতাদের রাজঘাটে আসতে হয়। সেখানে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ এবং সাউথ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন-সক ইয়ল বৃষ্টির কারণে রাজঘাটে ঢুকতে গিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় হোঁচট খান।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান রাজঘাটে ঢোকার সময় তাঁর সঙ্গে থাকা এক নিরাপত্তা রক্ষী হাতে একটি ব্যাগ নিয়ে ঢুকছিলেন। বাইরে থেকে আনা একটি ব্যাগ দেখে জি২০-র নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতের সুরক্ষা বাহিনী তাঁকে আটকে দেয়। আর এই নিয়ে বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলে। পরে তুর্কি রাষ্ট্রপতির সঙ্গে থাকা এক মহিলা নিরাপত্তা আধিকারিক বলেন, রাষ্ট্রপতির জন্য বাইরে থেকে একটি জুতো কিনে নিয়ে আসা হয়েছে। তারপর সেটি দেখে ভেতরে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়। রাজঘাটে ঢোকার মুখে মুহূর্তগুলি ক্যামেরাবন্দী হয়।

About The Author