সস্ত্রীক মন্দিরে পুজো দিলেন ‘গর্বিত হিন্দু’ ঋষি সুনক

নয়াদিল্লি: সস্ত্রীক মন্দিরে পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ভারতে জি২০ সম্মেলনের শেষ দিন অর্থাৎ রবিবার সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি।

এদিন ভোর সাড়ে ছটা নাগাদ প্রবল বৃষ্টি মাথায় নিয়েই প্রধানমন্ত্রী সুনক এবং তাঁর স্ত্রী পৌঁছে গিয়েছিলেন দিল্লির অক্ষরধাম মন্দিরে। প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই প্রথম ভারত সফর ঋষি সুনকের। ভারতে পৌঁছেই তিনি জানিয়েছিলেন, তিনি হিন্দু এবং তাঁর সঙ্গে ভারত-যোগ রয়েছে, এই নিয়ে তিনি গর্বিত।

About The Author