জি২০-র মঞ্চে সুনককে ‘জামাই আদর’, খোশগল্পে মজলেন মোদীও

নয়াদিল্লি: জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। প্রধানমন্ত্রী হিসেবে সুনকেরও এটিই প্রথম ভারত সফর। দিল্লিতে পা দিয়েই তাঁর আশা ছিল, ভারতের জামাই হিসেবে তিনি নয়াদিল্লিতে জামাই আদর পাবেন। আর হলও তাই। জি২০ সম্মেলনের ফাঁকে সুনকের জামাই আদরের ছবি ধরা পড়ছে।

তা সেটা শুক্রবার বিকেলের আপ্যায়ন হোক, অথবা শনিবার সন্ধ্যায় নৈশভোজের আমন্ত্রণকালেই হোক। প্রধানমন্ত্রী মোদী সুনককে নিয়ে খোশগল্পে মাতলেন। সঙ্গে ছিলেন ভারতের রাষ্ট্রপতি মুর্মু‌, ঋষির স্ত্রী অক্ষতা মূর্তি। ভারতীয় নারীকে বিয়ে করায় সুনককে ‘ভারতের জামাই’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এ ছাড়া ধার্মিক হিন্দু হিসেবেও বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রীর আলাদা খ্যাতি রয়েছে।

About The Author