এবার কি দেশের নাম বদল করতে চলেছে মোদী সরকার? ইন্ডিয়ার বদলে নাম হবে ভারত? জোর জল্পনা কল্পনা চলছে নেটদুনিয়ায়। আর এর নেপথ্যে রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার আমন্ত্রণপত্র। সেখানে চিরাচরিত কায়দায় ‘ইন্ডিয়া’র বদলে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’।
রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, সংবিধানে দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করার জন্য সংসদের বিশেষ অধিবেশনে রেজোলিউশন আনতে পারে কেন্দ্র। সেই সম্ভাবনা উস্কে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে, কংগ্রেস নেতাদের দাবি, দেশের নাম ভারত করা হলেও যেন ইন্ডিয়া নাম বাদ না যায়। কারণ দেশের বড় বড় সংস্থার নাম আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে ইন্ডিয়া।
এমনিতেই ইন্ডিয়া এবং ভারত নিয়ে বিতর্ক তুঙ্গে। কারণ সামনের লোকসভা ভোটের আগে বিরোধী দলগুলির জোটের নাম ইন্ডিয়া রাখা হয়েছে। এরমধ্যেই আসন্ন জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে সব রাজনৈতিক দলকে এক নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ইংরাজি ভাষায়, ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’।
রাষ্ট্রপতির এই আমন্ত্রণপত্রের পরই রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, সংবিধানে দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করার জন্য সংসদের বিশেষ অধিবেশনে রেজোলিউশন আনতে পারে সরকার। সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা। বিজেপি নেতাদের একাংশ বলছেন নতুন নামে আত্মীয়তা আছে। এই জল্পনা এখন কতদূর গড়ায় তাই এখন দেখার।