চন্দ্রযান সাফল্যের নায়ক ইসরোর প্রধান এস সোমনাথকে ঘিরে উন্মাদনা বিমানযাত্রীদের। সম্প্রতি, সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিগো ফ্লাইটে সাধারণ যাত্রীদের মতই সফর করছিলেন ইসরোর প্রধান। সেখানেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানালেন বিমানকর্মীরা। ফ্লাইটে সহযাত্রীদের করতালির ঝড় ওঠে।
হৃদয়স্পর্শী মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক বিমানসেবিকা। যা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করেন পূজা শাহ নামের এক বিমানসেবিকা। ভিডিওতে দেখা গিয়েছে, এস সোমনাথকে নিয়ে গর্বিতভাবে ঘোষণা করছেন এক বিমানসেবিকা। তাঁর কথায়, ‘আমাদের বিমানে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের উপস্থিতি জানাতে পেরে আনন্দিত। দেশকে গর্বিত করার জন্য মিস্টার সোমনাথ এবং ইসরোয় তাঁর টিমের জন্য অভিনন্দন। আপনাকে কাছে পেয়ে আমরা গর্বিত।’ ঘোষণা শেষে বিমানের অন্য যাত্রীরা করতালি দিয়ে ইসরো প্রধানকে অভিনন্দন জানান।
ISRO chairman S Somnath is now bigger than cinema superstars in India. pic.twitter.com/pJgFqEteSg
— Indian Tech & Infra (@IndianTechGuide) August 31, 2023