‘মহাভারত, নজরুল ইসলাম লিখেছেন’, মুখ্যমন্ত্রী এমন ভুল কথা বলেছেন দাবি করে একটি ৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ কেটে নেট দুনিয়ায় ভাইরাল করা হয়েছে। তাঁর সমালোচক এবং বিরোধীরা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। তবে তিনি কি আসলেই সেই কথা বলেছেন? উত্তরটা হল না। তিনি এমন কথা কখনই বলেননি। তাঁর কথার একটি ছোট্ট অংশ কেটে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক তিনি ঠিক কি বলেছেন
সাম্প্রতিককালে মমতার বক্তব্যে উঠে এসেছে ভারতের চন্দ্রাভিযান নিয়ে ভুল বার্তা। রাকেশ শর্মাকে ভুল করে রাকেশ রোশন বলে ফেলার ভুল বোঝা গেলেও ইন্দিরা গান্ধি চাঁদে মানুষ পাঠিয়েছেন এই ভুল কেন বললেন, তার ব্যাখ্যা স্বয়ং মুখ্যমন্ত্রীও বলতে পারবেন কি না জানা নেই। তবে এর মধ্যেই আরও একটি ঐতিহাসিক ভুল মমতার মুখ দিয়ে বেরিয়েছে বলে দাবি করা হচ্ছে নেটদুনিয়ায়। নজরুল ইসলাম নাকি মহাভারত লিখেছেন। মমতার বলা সেই ছোট্ট একটি ভিডিও খুব করে শেয়ার করা হয়েছে নেটদুনিয়ায়। তবে আসলেই কি মুখ্যমন্ত্রী একথা বলেছেন? ২৮ অগাস্ট ছাত্র সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি বলছিলেন, ‘বিবেকানন্দ পড়ুন ও জানুন, পঞ্চানন বর্মা পড়ুন ও জানুন, নজরুল পড়ুন ও জানুন, মহাভারত; নজরুল ইসলাম লিখেছিলেন – বেদ-বেদান্ত বাইবেল-ত্রিপিটক, গ্রন্থ সাহেব-জেন্দা বেস্তা পড়ে যাও যতসব…।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটি ভালো করে শুনলে বোঝা যাবে যে তিনি কখনোই বলতে চাননি মহাভারত এর রচয়িতা কাজী নজরুল ইসলাম। তবে বিরোধীরা সেই সুযোগ হাত ছাড়া করেননি। রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে বড় বড় বিজেপি নেতারাও সেই ক্লিপ শেয়ার করে মুখ্যমন্ত্রীর শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।