রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা! মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব বিভিন্ন সংগঠন

রাজবংশীদের নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই অভিযোগ তুলে গর্জে উঠল রাজবংশী সংগঠনগুলি। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবী জানালেন তাঁরা। এই ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপিও। জায়গায় জায়গায় রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে কেপিপি-র সদস্যেরা।

এদিকে, সাংবাদিক সম্মেলন করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন বলেন, মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্য মর্মাহত করেছে। এর জন্য তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

২৮ তারিখ ছাত্র সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর এক হাত হিন্দু হলে, অন্যটি মুসলিম। এক চোখ পঞ্জাবী হলে, আর এক চোখ খ্রিস্টান। এরপর বলেন, তাঁর এক পা রাজবংশী। আর এই মন্তব্যেই ব্যথিত রাজবংশী সংগঠনের সদস্যেরা। যদিও তৃণমূলের দাবি, রাজবংশী মানুষদের ভুল বোঝানো হচ্ছে। মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক মেলবন্ধনের কথাই বলতে চেয়েছিলেন।

About The Author