রাজগঞ্জ: রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। অবশেষে জেসিবি দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু হল। প্রাথমিকভাবে গর্ত ভরাটের কাজ করা হচ্ছে।
রাজগঞ্জের মনুয়াগছ হয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল ও পানিকৌড়ি মোড় যাওয়ার প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল। ওই রাস্তা সংস্কারের দাবীতে দফায় দফায় পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। রাস্তা খারাপ হওয়ার দরুণ ভোগান্তির শিকার রোগী, পড়ুয়া সহ স্থানীয়রা। গত বুধবারও সকাল থেকে সেই রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করেন তারা। কয়েকঘন্টা অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ ও রাজগঞ্জের বিডিও অফিসের আধিকারিকেরা। তাদের আশ্বাস মত শুরু হল গর্ত ভরাটের কাজ।