২০০০ টাকার নোটের অনেকটাই ফেরত এসেছে, জানাল আরবিআই

৩০ সেপ্টেম্বরের মধ্যেই ২০০০ টাকার নোট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আরবিআই। ইতিমধ্যেই, বাজারে থাকা দু’হাজার টাকার নোটের ৮৮ শতাংশই ফিরে এসেছে। যার মূল্য প্রায় ৩ লক্ষ ১৪ হাজার কোটি টাকা। এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

গত ১৯ মে বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। সকলকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেগুলি বদল করে নিতে বা অ্যাকাউন্টে জমা দিতেও বলা হয়েছিল। সেই সময়সীমা শেষ হতে এখনও মাস দুয়েক বাকি।

তার মধ্যেই আরবিআই জানাল, বাজারে ছাড়া ২০০০ টাকার নোটের ৮৮ শতাংশ ইতিমধ্যেই তাদের কাছে ফেরত এসেছে। রিজ়ার্ভ ব্যাঙ্কের হিসাব অনুযায়ী, ১৯ মে পর্যন্ত বাজারে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট চালু ছিল। যার মধ্যে ৩ লক্ষ ১৪ হাজার কোটি ফিরে এসেছে আরবিআইয়ের হাতে। শীর্ষ ব্যাঙ্কের বিবৃতির পরে বিশেষজ্ঞদের আশা, বিভিন্ন ব্যাঙ্কে নগদ জোগানের যে সমস্যা তৈরি হয়েছিল, তার কিছুটা সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

About The Author