টোটোচালকের মানবিকতায় ঘরে ফিরে গেল স্কুল পড়ুয়া

রাজগঞ্জ: টোটোচালকের মানবিকতায় এবং ট্রাফিক পুলিশের তৎপরতায় ঘরে ফিরে গেল বছর ১৪-র এক কিশোর। জলপাইগুড়ির রাজগঞ্জে সোমবার ঘটনাটি ঘটে।

সাহুডাঙ্গি সংলগ্ন একটি স্কুল থেকে ছুটি হওয়ার পর কোনও কারণে ক্লাস এইটের এক ছাত্র বাস থেকে নেমে রাস্তায় চলে আসে। পরে মোটাগছের এক যুবক টোটো নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ওই পড়ুয়াকে একাকি দাঁড়িয়ে থাকতে দেখে কোথায় যাবে জিজ্ঞেস করে। ছেলেটি তাঁকে জলপাইগুড়ির রাস্তায় নিয়ে আসতে বলে। পরে হাতিমোড়ে এসে সে কোনও ভাড়া দিতে পারেনা, সন্দেহ হওয়ায় নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়। কিন্তু ছেলেটি নিজের পরিচয় বলতে বা দেখাতে পারেনি। এরপর হাতিমোড়ে কর্ত‌ব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করে বাচ্চাটির পরিবারের হদিস মেলে। জানা যায়, শিলিগুড়ি দেশবন্ধুনগরের বাসিন্দা সে। ঘণ্টা দুয়েক বাদে পড়ুয়ার বাবা এসে ঘরে ফিরিয়ে নিয়ে যায়। ছেলেকে ফিরে পেয়ে টোটোচালক যুবক এবং ট্রাফিক ওসি অতুল দাসকে ধন্যবাদ জানিয়েছেন কিশোরের বাবা।

About The Author