পঞ্চায়েতের ফলাফলঃ গ্রাম দখলের লড়াইয়ে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় বিজেপি

রাজগঞ্জ: ২৩-এর গ্রাম পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা হল। রাতভর চলল গণনা। বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। তবে বেশ কিছু আসনে বিজেপির জয় উল্লেখযোগ্য। ডাবগ্রাম ২ বিজেপির দখলে। রাজগঞ্জ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এবং ডাবগ্রাম-ফুলবাড়ির ৪টি জিপি অর্থাৎ মোট ১২টি জিপির ভোট গণনা হল রাজগঞ্জ এমএন হাইস্কুলে। পঞ্চায়েতের ফলাফল নিম্নতালিকাভুক্ত করা হল। যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।

রাজগঞ্জ বিধানসভা

জিপিআসনতৃণমূল (TMC)বিজেপি (BJP)সিপিএম (CPIM)নির্দল / অন্য
বিন্নাগুড়ি৩০১৮১০
কুকুরজান২১
মাঝিয়ালি১৯১১
মান্তাদাড়ি২০১১
পানিকাউরি২৪১৪১০
সুখানি২১১৮
সন্ন্যাসীকাটা১৬১৪
শিকারপুর২৭১৬

 

ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা

জিপিআসনতৃণমূল (TMC)বিজেপি (BJP)সিপিএম (CPIM)নির্দল / অন্য
ডাবগ্রাম ১১৬১২
ডাবগ্রাম ২৩০২১
ফুলবাড়ি ১৩০২৪
ফুলবাড়ি ২৩০২৩

 

ফলাফলের নিরিখে প্রায় বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতই তৃণমূলের দখলে। দশ বছর পর বিজেপির দখলে গিয়েছে ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েত। জলপাইগুড়িতে জেলা পরিষদের সবকটি আসনেই জয়ী তৃণমূল। রাজগঞ্জের বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় জয়ী হলেন। অন্যদিকে, শিকারপুর অঞ্চলের সাবেক প্রধান রঞ্জিতা রায়, যিনি ভোটের মুখে দলবদল করেছিলেন, পরাজিত হয়েছেন। এদিকে, বিন্নাগুড়ি অঞ্চলের প্রধান, উপপ্রধান তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন। তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা মোশারফ হোসেন পরাজিত হয়েছেন।

আরও একটি উল্লেখ্য বিষয়, রাজগঞ্জের ৯টি বুথে পুনর্নি‌র্বা‌চন হয়েছিল। আকারিগছ (সেল্টারবাড়িতে বিজেপি) বাদে বাকি সবগুলিতে জয় পেয়েছে তৃণমূল।

পঞ্চায়েত সমিতি

ডাবগ্রাম ১ – TMC -3 , ডাবগ্রাম ২ – বিজেপি-3 , ফুলবাড়ী ১ – TMC – 3, ফুলবাড়ী ২ – TMC-3, বিন্নাগুড়ি – বিজেপি- 3, মান্তাদাড়ি -TMC -2 , বিজেপি -1 , মাঝিয়ালি – TMC -3

জলপাইগুড়িতে পঞ্চায়েত সমিতির ৯টি আসনের ৯টি এবং জেলা পরিষদের ২৪টি আসনের ২৪টিতেই জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। পাশাপাশি জেলার ৮০ টি গ্রাম পঞ্চায়েত এর মধ্যে এখন পর্যন্ত তৃনমূল এগিয়ে। সদর ব্লকের জেলা পরিষদ আসনে জয়ী প্রনয়ীতা দাস। যিনি এবারেরই প্রথম অবতীর্ণ হয়েছিলেন রাজনৈতিক ময়দানে। সদর ব্লকের বেলাকোবা অঞ্চল বিজেপির দখলে।

About The Author