বড়-মেজোকে পেছনে ফেলে জিতে গেল মিমির ছোটমামি

জলপাইগুড়ি: ‘কংগ্রাচুলেশনস ছোট মামী’, জয়ের খবর জানতে পেরে এভাবেই তার ছোটমামিকে অভিনন্দন জানালেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।

https://youtu.be/zxb1d_Lbzic

এবারে পঞ্চায়েত ভোটে লড়েছিলেন মিমির ৩ মামি। তৃণমূলের টিকিটে জিতে গেলেন ছোটমামি পুনম চক্রবর্তী।তাকে নিয়ে উচ্ছাস চক্রবর্তী পরিবারে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পান্ডাপাড়ার ১৫৫ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর তিন মামি।

বড়মামি কান্তা চক্রবর্তী ছিলেন কংগ্রেস প্রার্থী। মেজোমামি পর্নানাগ চক্রবর্তী সিপিএম প্রার্থী। আর ছোটমামি পুনম চক্রবর্তী লড়ছিলেন ঘাস ফুল প্রতীকে। মঙ্গলবার দুপুরে ভোটের ফল বের হলে দেখা যায় পুনম চক্রবর্তী ভোটে জিতে গেছেন। পুনম দেবী ছিলেন তৃনমূল প্রার্থী। এদিকে জয়ের খবর ছড়িয়ে পড়তেই সেই খবর পৌঁছে যায় মিমির কানে। ফল জানতে পেরে সাথে সাথে ছোট মামীকে অভিনন্দন জানান সাংসদ অভিনেত্রী।

পুনম চক্রবর্তী বলেন, ‘ভোট এক জিনিস আর পরিবার অন্য ব্যাপার। আমি ভোটে জিতলেও আমাদের পরিবারে এর কোনও প্রভাব পড়বে না। এই এলাকার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করার দিকে এগিয়ে নিয়ে যাব।’

About The Author